ক) মাসিক মুনাফা স্কীমে জমার পরিমাণ হবে ১০০,০০০/- টাকা বা ১০০,০০০/- টাকার সরল গুণিতক; তবে কোনভাবেই এর ভগ্নাংশ হবে না। একটি স্কীম সর্বোচ্চ ১০,০০,০০০/- টাকার ঊর্ধ্বে হবে না।
খ) সংস্থার যে কোন সদস্য এক নামে একাধিক স্কীম খুলতে পারবেন।
গ) দিশা মাসিক মুনাফা স্কীমের মেয়াদ হবে ৫ (পাঁচ) বছর।
ঘ) দিশা মাসিক মুনাফা স্কীমের লভ্যাংশের হার ১০.৮%।
ঙ) এই স্কীমের আওতায় কেউ উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ উক্ত নির্দিষ্ট মেয়াদে জমা রাখলে ১০০,০০০/- টাকা বা এর গুণিতকের বিপরীতে প্রতি মাসে যথাক্রমে ৯০০/- (নয়শত) টাকা বা এর গুণিতক হারে মাসিক লভ্যাংশ পাবেন। উল্লেখ্য মাসের যে তারিখে স্কীমটি খোলা হবে পরবর্তী মাসের সেই তারিখ হতে লভ্যাংশ প্রাপ্ত হবেন।
চ) নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে অত্র হিসাবটি বন্ধ করলে টাকা উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
সময়কাল | লভ্যাংশসহ মোট টাকা |
---|---|
১ বছর পূর্ণ না হলে | নিজস্ব জমাকৃত অর্থ + ০% লভ্যাংশ |
১ বছর হতে ৩ বছরের নীচে | নিজস্ব জমাকৃত অর্থ + ৮% লভ্যাংশ |
৩ বছর হতে ৫ বছরের নীচে | নিজস্ব জমাকৃত অর্থ + ৯% লভ্যাংশ |
ক) ৫ বছর মেয়াদী লাখপতি আমানত স্কীমের মেয়াদান্তে আমানতকারীকে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
মাসিক কিস্তি (টাকা) | ৫ বছর মেয়াদের ক্ষেত্রে (৯.৫৪%) | |
---|---|---|
প্রকৃত জমা (টাকা) | লভ্যাংশসহ প্রাপ্য অর্থ (টাকা) | |
১,৩১০ | ৭৮,৬০০ | ১০০,০০০ |
খ) ৪ বছর মেয়াদী লাখপতি আমানত স্কীমের মেয়াদান্তে আমানতকারীকে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
মাসিক কিস্তি (টাকা) | ৪ বছর মেয়াদের ক্ষেত্রে (৯.৩৭%) | |
---|---|---|
প্রকৃত জমা (টাকা) | লভ্যাংশসহ প্রাপ্য অর্থ (টাকা) | |
১,৭২৫ | ৮২,৮০০ | ১০০,০০০ |
গ) ৩ বছর মেয়াদী লাখপতি আমানত স্কীমের আমানতকারীকে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
মাসিক কিস্তি (টাকা) |
৩ বছর মেয়াদের ক্ষেত্রে (৯%) |
|
---|---|---|
প্রকৃত জমা (টাকা) |
লভ্যাংশসহ প্রাপ্য অর্থ (টাকা) |
|
২,৪২৫ |
৮৭,৩০০ |
১০০,০০০ |
ঘ) সংস্থার যে কোন সদস্য এক নামে একাধিক স্কীম খুলতে পারবেন।
ঙ) প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে মাসিক কিস্তি সংশ্লিষ্ট সমিতিতে অথবা শাখা অফিসে জমা করতে হবে।
চ) কোন কারণে মাসের ১৫ তারিখের মধ্যে মাসিক কিস্তি জমা করতে না পারলে প্রতি মাসের জন্য প্রতি ১০০ টাকায় ১ (এক) টাকা হারে বিলম্ব ফি সহ পরবর্তী মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে পারবে।
ছ) পর পর ৩ মাস মাসিক কিস্তি জমা করতে ব্যর্থ হলে স্বাভাবিক নিয়মেই স্কীমটি বন্ধ হয়েছে বলে গণ্য হবে। জমাকৃত সমূদয় অর্থ সদস্যের সাধারণ সঞ্চয় হিসাবে স্থানান্তরিত করা হবে।
জ) মাসিক কিস্তি জমার পরিমাণ কখনো নির্ধারিত হারের চেয়ে কম বা বেশী হবে না।
ঝ) নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে অত্র হিসাবটি বন্ধ করলে টাকা উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
সময়কাল |
লভ্যাংশসহ মোট টাকা |
---|---|
১ বছর পূর্ণ না হলে |
নিজস্ব জমাকৃত অর্থ + ০% লভ্যাংশ |
১ বছর হতে ৩ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৭.৫% লভ্যাংশ |
৩ বছর হতে ৪ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৮.৫% লভ্যাংশ |
৪ বছর হতে ৫ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৯% লভ্যাংশ |
ক) ৫ বছর মেয়াদী মিলিওনিয়ার আমানত স্কীমের মেয়াদান্তে আমানতকারীকে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
মাসিক কিস্তি (টাকা) |
৫ বছর মেয়াদের ক্ষেত্রে (৯.৫৪%) |
|
---|---|---|
প্রকৃত জমা (টাকা) |
লভ্যাংশসহ প্রাপ্য অর্থ (টাকা) |
|
১৩,১০০ |
৭৮৬,০০০ |
১,০০০,০০০ |
খ) ৪ বছর মেয়াদী মিলিওনিয়ার আমানত স্কীমের মেয়াদান্তে আমানতকারীকে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
মাসিক কিস্তি (টাকা) |
৪ বছর মেয়াদের ক্ষেত্রে (৯.৩৭%) |
|
---|---|---|
প্রকৃত জমা (টাকা) |
লভ্যাংশসহ প্রাপ্য অর্থ (টাকা) |
|
১৭,২৫০ |
৮২৮,০০০ |
১,০০০,০০০ |
গ) ৩ বছর মেয়াদী মিলিওনিয়ার আমানত স্কীমের মেয়াদান্তে আমানতকারীকে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
মাসিক কিস্তি (টাকা) |
৩ বছর মেয়াদের ক্ষেত্রে (৯%) |
|
---|---|---|
প্রকৃত জমা (টাকা) |
লভ্যাংশসহ প্রাপ্য অর্থ (টাকা) |
|
২৪,২৫০ |
৮৭৩,০০০ |
১,০০০,০০০ |
ঘ) সংস্থার যে কোন সদস্য এক নামে একাধিক স্কীম খুলতে পারবেন।
ঙ) প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে মাসিক কিস্তি সংশ্লিষ্ট সমিতিতে অথবা শাখা অফিসে জমা করতে হবে।
চ) কোন কারণে মাসের ১৫ তারিখের মধ্যে মাসিক কিস্তি জমা করতে না পারলে প্রতি মাসের জন্য প্রতি ১০০ টাকায় ১ (এক) টাকা হারে বিলম্ব ফি সহ পরবর্তী মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে পারবে।
ছ) পর পর ৩ মাস মাসিক কিস্তি জমা করতে ব্যর্থ হলে স্বাভাবিক নিয়মেই স্কীমটি বন্ধ হয়েছে বলে গণ্য হবে। জমাকৃত সমূদয় অর্থ সদস্যের সাধারণ সঞ্চয় হিসাবে স্থানান্তরিত করা হবে।
জ) মাসিক কিস্তি জমার পরিমাণ কখনো নির্ধারিত হারের চেয়ে কম বা বেশী হবে না।
ঝ) নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে অত্র হিসাবটি বন্ধ করলে টাকা উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
সময়কাল |
লভ্যাংশসহ মোট টাকা |
---|---|
১ বছর পূর্ণ না হলে |
নিজস্ব জমাকৃত অর্থ + ০% লভ্যাংশ |
১ বছর হতে ৩ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৭.৫% লভ্যাংশ |
৩ বছর হতে ৪ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৮.৫% লভ্যাংশ |
৪ বছর হতে ৫ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৯% লভ্যাংশ |
ক) দ্বিগুণ বৃদ্ধি স্কীমে জমার পরিমান হবে যথাক্রমে ১০,০০০/-, ২০,০০০/-, ৩০,০০০/-, ৪০,০০০/-, ৫০,০০০/-, ১০০,০০০/- টাকা ও ১০০,০০০/- টাকার সরল গুণিতক; তবে একটি স্কীম সর্বোচ্চ ১০,০০,০০০/- টাকার ঊর্ধ্বে হবে না।
খ) সংস্থার যে কোন সদস্য এক নামে একাধিক স্কীম খুলতে পারবেন।
গ) দিশা দ্বিগুণ বৃদ্ধি স্কীমের মেয়াদ হবে ৭ (সাত) বছর।
ঘ) এই স্কীমের আওতায় কেউ উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখলে মেয়াদান্তে লভ্যাংশসহ মোট দ্বিগুণ পরিমান অর্থ ফেরত পাবেন।
ঙ) নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে অত্র হিসাবটি বন্ধ করলে টাকা উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
সময়কাল |
লভ্যাংশসহ মোট টাকা |
---|---|
১ বছর পূর্ণ না হলে |
নিজস্ব জমাকৃত অর্থ + ০% লভ্যাংশ |
১ বছর হতে ৩ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৮% লভ্যাংশ |
৩ বছর হতে ৫ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৯% লভ্যাংশ |
৫ বছর হতে ৭ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৯.৫% লভ্যাংশ |
ক) মাসিক জমার পরিমাণ হবে যথাক্রমে ১০০/-, ২০০/-, ৩০০/-, ৪০০/-, ৫০০/-, ১,০০০/- টাকা ও ১,০০০/- টাকার সরল গুণিতক; তবে একটি স্কীম সর্বোচ্চ ১০,০০০/-টাকার ঊর্ধ্বে হবে না।
খ) সংস্থার যে কোন সদস্য এক নামে একাধিক স্কীম খুলতে পারবেন।
গ) দিশা মাসিক আমানত স্কীমের মেয়াদ হবে ৫ (পাঁচ) বছর।
ঘ) নির্দিষ্ট মেয়াদান্তে আমানতকারীকে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
মাসিক কিস্তি (টাকা) |
৫ বছর মেয়াদের ক্ষেত্রে (৯%) |
|
---|---|---|
প্রকৃত জমা (টাকা) |
লভ্যাংশসহ প্রাপ্য অর্থ (টাকা) |
|
১০০ |
৬,০০০ |
৭,৫৩২ |
২০০ |
১২,০০০ |
১৫,০৬৪ |
৩০০ |
১৮,০০০ |
২২,৫৯৫ |
৪০০ |
২৪,০০০ |
৩০,১২৭ |
৫০০ |
৩০,০০০ |
৩৭,৬৫৯ |
১,০০০ |
৬০,০০০ |
৭৫,৩১৮ |
২,০০০ |
১২০,০০০ |
১৫০,৬৩৫ |
৩,০০০ |
১৮০,০০০ |
২২৫,৯৫৩ |
৪,০০০ |
২৪০,০০০ |
৩০১,২৭০ |
৫,০০০ |
৩০০,০০০ |
৩৭৬,৫৮৮ |
৬,০০০ |
৩৬০,০০০ |
৪৫১,৯০৫ |
৭,০০০ |
৪২০,০০০ |
৫২৭,২২৩ |
৮,০০০ |
৪৮০,০০০ |
৬০২,৫৪১ |
৯,০০০ |
৫৪০,০০০ |
৬৭৭,৮৫৮ |
১০,০০০ |
৬০০,০০০ |
৭৫৩,১৭৬ |
ঙ) নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে অত্র হিসাবটি বন্ধ করলে টাকা উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
সময়কাল |
লভ্যাংশসহ মোট টাকা |
---|---|
১ বছর পূর্ণ না হলে |
নিজস্ব জমাকৃত অর্থ + ০% লভ্যাংশ |
১ বছর হতে ৩ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৭% লভ্যাংশ |
৩ বছর হতে ৫ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৮% লভ্যাংশ |
চ) প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে মাসিক কিস্তি সংশ্লিষ্ট সমিতিতে অথবা শাখা অফিসে জমা করতে হবে।
ছ) কোন কারণে মাসের ১৫ তারিখের মধ্যে মাসিক কিস্তি জমা করতে না পারলে প্রতি মাসের জন্য প্রতি ১০০ টাকায় ১ (এক) টাকা হারে বিলম্ব ফি সহ পরবর্তী মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে পারবে।
জ) পর পর ৬ মাস মাসিক কিস্তি জমা করতে ব্যর্থ হলে স্বাভাবিক নিয়মেই স্কীমটি বন্ধ হয়েছে বলে গণ্য হবে। জমাকৃত সমূদয় অর্থ সদস্যের সাধারণ সঞ্চয় হিসাবে স্থানান্তরিত করা হবে।
ঝ) মাসিক কিস্তি জমার পরিমাণ কখনো নির্ধারিত হারের চেয়ে কম বা বেশী হবে না।
ক) স্থায়ী জমার পরিমাণ হবে যথাক্রমে ১০,০০০/-, ২০,০০০/-, ৩০,০০০/-, ৪০,০০০/-, ৫০,০০০/-, ১০০,০০০/-, টাকা ও ১০০,০০০/- টাকার সরল গুণিতক; তবে একটি স্কীম সর্বোচ্চ ১০,০০,০০০/- টাকার ঊর্ধ্বে হবে না।
খ) সংস্থার যে কোন সদস্য এক নামে একাধিক স্কীম খুলতে পারবেন।
গ) স্থায়ী জমা স্কীমের মেয়াদ হবে ৬ (ছয়) মাস, ১ (এক) বছর, ২ (দুই) বছর ও ৩ (তিন) বছর।
ঘ) নিদির্ষ্ট মেয়াদান্তে আমানতকারীকে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
এককালীন জমা (টাকা) |
মেয়াদ শেষে লভ্যাংশসহ মোট প্রাপ্র অর্থ (টাকা) |
|||
---|---|---|---|---|
৬ মাস মেয়াদী (৬.৫০%) |
১ বছর মেয়াদী (৭.০০%) |
২ বছর মেয়াদী (৮.০০%) |
৩ বছর মেয়াদী (৯.০০%) |
|
১০,০০০ |
১০,৩২৫ |
১০৭০০ |
১১৬৬৪ |
১২৯৫০ |
২০,০০০ |
২০,৬৫০ |
২১৪০০ |
২৩৩২৮ |
২৫৯০০ |
৩০,০০০ |
৩০,৯৭৫ |
৩২১০০ |
৩৪৯৯২ |
৩৮৮৫০ |
৪০,০০০ |
৪০,৩০০ |
৪২৮০০ |
৪৬৬৫৬ |
৫১৮০০ |
৫০,০০০ |
৫০,৬২৫ |
৫৩৫০০ |
৫৮৩২০ |
৬৪৭৫০ |
১০০,০০০ |
১০৩,২৫০ |
১০৭০০ |
১১৬৬৪০ |
১২৯৫০০ |
ঙ) নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে অত্র হিসাবটি বন্ধ করলে টাকা উত্তোলনের ক্ষেত্রে নিম্নোক্ত হারে লভ্যাংশসহ মোট অর্থ প্রদান করা হবে।
সময়কাল |
লভ্যাংশসহ মোট টাকা |
---|---|
০ মাস হতে ৬ মাসের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ০% লভ্যাংশ |
৬ মাস হতে ১ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৬.৫০% লভ্যাংশ |
১ বছর হতে ২ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৭.০০% লভ্যাংশ |
২ বছর হতে ৩ বছরের নীচে |
নিজস্ব জমাকৃত অর্থ + ৮.০০% লভ্যাংশ |
শর্তাবলী
১। স্কীমটি খোলার সময় হিসাব পরিচালনাকারী এক বা একাধিক নমিনী মনোনীত করতে পারবেন। নমিনী মনোনীত করার ক্ষেত্রে হিসাব পরিচালনাকারী কর্তৃক সত্যায়িত নমিনী বা নমিনীগণের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অবশ্যই আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। কোন কারণে নমিনী মনোনীত না করলে আইনানুগভাবে নমিনী মনোনীত হবে।
২। হিসাব পরিচালনাকারীর মৃত্যু ঘটলে তাঁর মনোনীত নমিনী স্কীমটির প্রাপ্য সমূদয় অর্থ প্রাপ্তির অধিকারী হবেন। তবে এক্ষেত্রে হিসাব পরিচালনাকারীর মৃত্যু সংক্রান্ত উপযুক্ত সাক্ষ্য প্রমাণ জমা করতে হবে। নমিনী অপ্রাপ্ত বয়স্ক হলে তার বৈধ অভিভাবক হেফাজতকারী হিসেবে প্রাপ্য অর্থ গ্রহণ করতে পারবেন।
৩। নির্দিষ্ট মেয়াদের মধ্যে হিসাব পরিচালনাকারীর নমিনীর মৃত্যু ঘটলে অথবা কোন কারণবশতঃ নমিনী পরিবর্তন করতে চাইলে লিখিত আবেদনের মাধ্যমে নমিনী পরিবর্তন করা যাবে। এক্ষেত্রে হিসাব পরিচালনাকারী কর্তৃক সত্যায়িত নমিনী বা নমিনীগণের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অবশ্যই আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
৪। মেয়াদ পূর্তির পূর্বে হিসাব পরিচালনাকারীর মৃত্যু ঘটলে স্কীমটি স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। প্রাপ্য অর্থ নমিনী অথবা বৈধ অভিভাবককে প্রদান করা হবে।
৫। নির্দিষ্ট মেয়াদের মধ্যে হিসাব পরিচালনাকারীর নমিনীর মৃত্যু ঘটলে এবং নতুন নমিনী পরিবর্তন করার পূর্বেই হিসাব পরিচালনাকারীর মৃত্যু ঘটলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উত্তরাধিকার আইন মোতাবেক প্রাপ্য অর্থ বন্টিত হবে।
৬। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন সময়ে উপরোক্ত এক বা একাধিক নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, সংযোজন, বিয়োজন করার অধিকার সংরক্ষণ করেন।
৭। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে অথবা কোন পূর্ববর্তী নোটিশ প্রদান ব্যতিরেকেই যে কোন সময় এই স্কীমটি বন্ধ করে দেওয়ার অধিকার সংরক্ষণ করেন। তবে সেক্ষেত্রে হিসাব পরিচালনাকারীগণ জমাকৃত অর্থ ও নীতিমালা মোতাবেক প্রাপ্য লভ্যাংশ ফেরত পাওয়ার অধিকার রাখেন।